‘এক আগুনে শেষ হয়ে গেল ৩০ বছরের সাধনা’

ছোটবেলা থেকেই নানা অভাব-অনটনের মধ্যে বড় হয়েছেন। অনেক কষ্টে শুরু করেছিলেন মসলার ব্যবসা। ৩০ বছর সাধনায় রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে দাঁড় করিয়েছিলেন একটি মসলার দোকান। কিন্তু সর্বনাশা এক আগুন আজ সব শেষ করে দিল। কথাগুলো বলছিলেন ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফকির আহমেদ।
ফকির আহমেদ জানান, ডিএনসিসি মার্কেটে ৬ নম্বর দোকানের মালিক তিনি। এই মার্কেটে তাঁর নোয়াখালী বুনিয়াদি স্টোর নামে একটি মসলার দোকান ছিল। দোকানের নিচে মসলার একটি গোডাউনও ছিল। সব মিলিয়ে দোকানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ছিল।
ফকির আরো জানান, রাত ২টার পর আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই গুলশান ২ নম্বরের বাসা থেকে মার্কেটে আসেন তিনি। এসে দেখতে পান আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই তাঁর দোকান ও গোডাউনসহ মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন লাগার পর দোকানে থাকা মালামালের সঙ্গে থাকা বেশ কিছু নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
ফকির আহমেদ প্রতিবেদককে জানান, দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। বড় মেয়ে অনার্স প্রথম বর্ষ আর বড় ছেলে নবম শ্রেণির ছাত্র। ছোট ছেলে এখনো স্কুলে ভর্তি হয়নি। গুলশান ২ এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। আগুনে সর্বস্ব হারানোর পর কীভাবে জীবন চলবে, তা নিয়ে বেশ শঙ্কায় রয়েছেন তিনি।