নেত্রকোনায় কৃষকের বাড়িতে প্রতিপক্ষের আগুন, আহত ৮

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হারীগাতি গ্রামে কৃষক জালাল উদ্দিনের (৮৫) বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।
এ সময় জালাল এবং তাঁর পরিবারের নারী-পুরুষসহ আটজন আহত হয়। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলো হেলাল উদ্দিন (৫৫) ও তাঁর মেয়ে জেসমিন (২৫), আলাল উদ্দিন (৫২) ও তাঁর স্ত্রী জোসনা আক্তার (৩৫), তাঁদের মেয়ে শারমিন আক্তার (১৪) ও ছেলে সাগর (৭) এবং জালালের মেয়েজামাই বিল্লাল (২৫)।
অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও কৃষিকাজের যন্ত্রাদিসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জালালের ছেলে বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদির উদ্দিন।
শিক্ষক সাদির আরো জানান, গতকাল শনিবার দুপুরে শিশুরা খেলাধুলার সময় ঝগড়া করে। পরে তা বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিবেশী আবু সিদ্দিক, তাঁর বাবা হোসেন আলী ও ছেলে নাঈম, চাচা ছাবেদ আলী ও চাচাতো ভাই তোফাজ্জল জালালের পরিবারের সদস্যদের ধাওয়া করে ব্যাপক মারপিট করে।
জীবন বাঁচাতে জালাল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে অবস্থান নেন। এ সময় প্রতিপক্ষ ঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বলে দাবি করেন শিক্ষক সাদির।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলার কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সিংহ এবং কৈলাটি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান।
তাঁরা বলেন, আবু সিদ্দিকের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটনার সত্যতা যাচাই করতে সিদ্দিকের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।