দুর্গাপুর প্রেসক্লাবের নিতাই সভাপতি, খোকন সম্পাদক

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সপ্তম দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নেতৃত্ব বেছে নেওয়া হয়।
দুর্গাপুর প্রেসক্লাবের বেশির ভাগ সদস্যের পছন্দে সভাপতি পদে নির্বাচিত হন জনকণ্ঠের প্রতিনিধি ও বাংলানিউজলাইন ডটকমের নিজস্ব প্রতিবেদক নিতাই সাহা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবর পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন।
আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব পরিচালানায় অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহসভাপতি পদে দৈনিক আজকের খবরের প্রতিনিধি মাইকেল প্রদীপ বাউল, সহসাধারণ সম্পাদক পদে দৈনিক দেশের খররের প্রতিনিধি সুমন রায়, কোষাধ্যক্ষ পদে দৈনিক তথ্যধারার প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোরের অপেক্ষার প্রতিনিধি পল্টন হাজং, সাধারণ সদস্য পদে দৈনিক শাশ্বত বাংলার প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক বাংলার দর্পণের প্রতিনিধি আফম সফিউল্লাহ্ ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ধ্রুব সরকার।
নির্বাচন পরিচালনা করেন আইনজীবী শাহনেওয়াজ আকঞ্জী, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি জহীবন কুমার রাংসা ও মাওলানা এমএ রহমান।
শাহনেওয়াজ আকঞ্জী জানান, নির্বাচনে ১৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে নিতাই সাহা সাত ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী নির্মলেন্দু সরকার বাবুল পান ছয় ভোট, রফিকুল ইসলাম পান চার ভোট ও মোহন মিয়া পান একটি ভোট। সভাপতি পদে একটি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে ১১টি ভোট পেয়ে নির্বাচিত হন তোবারক হোসেন খোকন আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামাল তালুকদার পান আটটি ভোট।