খাগড়াছড়িতে বার্ষিক পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম। ছবি : এনটিভি
খাগড়াছড়িতে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।
ওই সময় জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম পুলিশ সমাবেশে সালাম গ্রহণ ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।