চার ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চালু

চার ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল আবার চালু হয়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, গতকাল সোমবার দিবাগত রাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। ভোর সাড়ে ৪টার দিকে নৌপথ কুয়াশায় পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় সাতটি ফেরি কুয়াশায় পথ চলতে না পেরে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কুয়াশা কেটে যাওয়ার পরপরই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, শেষ রাত ও সকালে ফেরি চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে ফেরি পারের অপেক্ষায় উভয়পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেই রয়েছে প্রায় একশ ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন।