নেত্রকোনায় ৫ দিনব্যাপী জেলা স্কাউট সমাবেশ শুরু

‘স্কাউটিং করি জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানে নেত্রকোনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সপ্তম জেলা স্কাউট সমাবেশ। আজ সোমবার বিকেলে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে স্কাউট সমাবেশ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন।
জেলা সদরসহ ১০টি উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক স্কাউট সদস্য ছাত্রছাত্রী ও শিক্ষক এবং ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অংশগ্রহণে সমাবেশের শুরুতে জাতীয় ও স্কাউটের পতাকা উত্তোলন করা হয়।
সমাবেশ উপলক্ষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে স্কাউটিং সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসাইন আকন্দ, স্কাউট ময়মনসিংহ বিভাগের উপপরিচালক সত্যরঞ্জন বর্মণ, জেলা শিক্ষা কর্মকর্তা ওয়ালি উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, জেলা স্কাউট সম্পাদক মো. লুৎফুর হায়দার ফকির প্রমুখ।
আলোচনা শেষে স্কাউট সমাবেশের মাঠ ও তাবু পরিদর্শন করেন প্রধান অতিথি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ৩০ ডিসেম্বর ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হবে এ স্কাউট সমাবেশ।