নেত্রকোনা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।
পরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা আইনজীবী সমিতির মাঠে এক আলোচনা সভা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।
সাজ্জাদুল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের পিছিয়ে পড়া জেলাগুলোতে উন্নয়নের সমতা আনার লক্ষ্যে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে নেত্রকোনার উন্নয়নে চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন।
জেলা আইনজীবী সমিতির সদস্য, সাংবাদিক, সুধীসমাজের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আলমগীর কবির শিপন, ভূমি সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামাল হোসেন, জেলা জিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন, নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায় প্রমুখ।
সরকারি অর্থায়নে তিন কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে জেলা আইনজীবী সমিতির পাঁচতলা এ ভবন নির্মাণকাজের বাস্তবায়ন করা হবে।