নাসিক নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইসিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।
মোহাম্মদ আবদুল্লাহ জানান, ২০১১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জে ৬৯ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবারও উৎসবমুখর ভোট হচ্ছে। পরিবেশে ইসি সন্তুষ্ট। কমিশন থেকে নারায়ণগঞ্জের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সচিব বলেন, ‘এ পর্যন্ত যে খবর পাচ্ছি, তাতে টার্নআউট (ভোট পড়ার হার) খুব ভালো। সিটি নির্বাচনে মেয়রদের পাশাপাশি কাউন্সিলররা সক্রিয় থাকায় দিন শেষে নারায়ণগঞ্জে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি।’
এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান দুই দল আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া নাসিকে মেয়র পদে ভোটের লড়াইয়ে রয়েছেন কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাছুম বিল্লাহ, এলডিপির কামাল প্রধান এবং কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।
সংরক্ষিত নারী কাউন্সিলরের নয়টি পদে ৩৮ জন এবং ওয়ার্ড কাউন্সিলরের ২৭টি পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।