ভোটকেন্দ্র লুট করতে এলেই গুলি : ডিআইজি

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ লুট করতে এলে পুলিশ বসে থাকবে না, পুলিশ গুলি করতে বাধ্য।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে নির্বাচন বিষয়ে পুলিশ সদস্যদের ব্রিফিং দেন ডিআইজি নুরুজ্জামান। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডিআইজি নুরুজ্জামান বলেন, ‘সরকারি সম্পত্তি, তার (পুলিশের) সম্পত্তি। তার নিজের জীবন-মাল অন্যের জীবন-মাল রক্ষার জন্য গুলি করার বিধান আছে। এ রকম কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচনে আমার পবিত্র আমানত হচ্ছে ভোটকেন্দ্রের মালামাল, ব্যালট পেপার, ব্যালট বাক্স। এগুলো যদি কেউ লুট করতে আসে তাহলে কি পুলিশ বসে থাকবে? ও তো গুলি করতে বাধ্য। না করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।’
ডিআইজি নুরুজ্জামান আরো বলেন, ‘নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যত সংখ্যক চেয়েছিল তার চেয়েও বেশি দিয়েছি। নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের বিধান আছে, সে বিধান অনুসরণ করতে হবে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইনের ব্যত্যয় ঘটারও সুযোগ নেই।’
নুরুজ্জামান আরো বলেন, ‘নাগরিকের ভোট, ভোটের সরঞ্জাম রক্ষা ও সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য বিধান রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না।’
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী পপি রাণী সরকারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।