সরকার এখন সামাজিক উন্নয়নও করছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। দেশের অবকাঠামো যেমন উন্নয়ন হয়েছে, তেমনি বর্তমান সরকার সামাজিক উন্নয়নের কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা যায়। একটি সুস্থ জাতিই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি দলকে সুসংগঠিত করছেন। স্বচ্ছ ব্যক্তিদের দলের দায়িত্ব দিচ্ছেন। স্বচ্ছ ব্যক্তিরা গুরত্বপূর্ণ দায়িত্বে না থাকলে দলের যেমন বদমান হয়, তেমনি তাঁরা দেশকে এগিয়ে নিতে পারেন না।’
গতকাল রোববার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বাবার নামে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এস এম ফেরদৌস। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ অনেকেই।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে আটটি ইভেন্টে ৫০টি খেলা অনুষ্ঠিত হবে।