লকডাউন বাস্তবায়নে সাত পয়েন্টে কোস্ট গার্ডের নৌ-টহল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ-টহল জোরদার করেছে কোস্ট গার্ড।
আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনার সময় লকডাউন অমান্য করে যাত্রী পরিবহনের অপরাধে ছয়টি বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলার আটক করা হয়। ফেরত পাঠানো হয় যাত্রীদের।
এ সময় নৌপথে নৌযান চলাচল না করতে হ্যান্ড মাইকের মাধ্যমে নৌযান চালক ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। সরকারের এ আদেশ ভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় কোস্ট গার্ডের পক্ষ থেকে। পাশাপাশি কোস্ট গার্ড সদস্যদেরও নানা দিক-নির্দেশনা দেন কর্মকর্তারা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট হায়াত ইবনে সিদ্দিকী বলেন, ‘নৌপথে লকডাউন নিশ্চিত করতে বেশ কিছুদিন ধরেই টহল অব্যাহত রাখা হয়েছে। রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ রুটে ধলেশ্বরী, মেঘনা ও শীতলক্ষ্যার নদীতে সাতটি চেকপয়েন্টে নিয়মিত তল্লাশি করা হচ্ছে। শুধুমাত্র খাদ্যপণ্যের নৌ-যানগুলো ছাড়া অন্যান্য কোনো ধরনের পণ্য ও যাত্রীবাহী নৌযান যাতে চলাচল করতে না পারে সেজন্য চেকপোস্টগুলোর পাশাপাশি টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।’