রূপগঞ্জে দেশের প্রথম বেসরকারি পিসিআর ল্যাবের উদ্বোধন

করোনাভাইরাস শনাক্ত করতে দেশের প্রথম বেসরকারি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গাজী গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে এই ল্যাব স্থাপন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ল্যাব উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে সংযুক্ত হন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, গাজী গ্রুপের উপব্যবস্থাপক গোলাম মর্তুজা পাপ্পা। উদ্বোধনের সময় রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ইউএস গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তাঁরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই ল্যাব স্থাপনের মধ্য দিয়ে দেশে এখন করোনার ৫০ হাজার নমুনা টেস্ট করা সম্ভব। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো আছে।
ল্যাব স্থাপনের অনুমতি দেওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ল্যাব স্থাপনের ভবন দিয়েছে হাউজিং কোম্পানি বেস্টওয়ে। চিকিৎসকসহ সার্বিক সহযোগিতা দেবে ইউএস বাংলা মেডিকেল কলেজ।