ময়মনসিংহে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৬, অস্ত্র ও পিকআপ জব্দ

ময়মনসিংহ সদরে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আটটি দেশীয় অস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের কোতোয়ালি থানাধীন মধ্যবাড়েরার নিজামনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজ বিকেলে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিজানুর রহমান (৩০), মো. কামাল হোসন (৩২), মো. হুমায়ুন কবির (২৮), মো. বেলাল হোসেন (৩০), মো. সোহেল মিয়া (২৪), মো. ফেরদৌস মিয়া (২৮)।
জানা যায়, গ্রেপ্তারের সময় তারা স্থানীয় শামীম এন্টারপ্রাইজের পরিত্যক্ত মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহে এসে ডাকাতির জন্য ঘটনাস্থলে জড়ো হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ধারালো ছোড়া, খুন্তি, কাটার ও শাবলসহ আটটি অস্ত্র জব্দ করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ‘রাত ২টার সময় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে হানা দেয় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। আজ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি আছে বলেও দাবি করেন ওসি।