ময়মনসিংহে খেটে খাওয়া মানুষদের খাদ্য সামগ্রী দিল যুবদল

ময়মনসিংহ শহরের মুন্সিবাড়ি এলাকায় খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। ছবি : এনটিভি
করোনাভাইরাস পরিস্থিতিতে ময়মনসিংহে খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবদলের তত্ত্বাবধানে শহরের মুন্সিবাড়ি এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানায় তারা।
ময়মনসিংহ জেলা যুবদল সভাপতি রুকনুজ্জামান রুকন জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭০০ জনের প্রত্যেককে ছয় কেজি চাল, দুই কেজি ডাল ও দুই কেজি আলু বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তালিকা করে খাবারের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এ কর্মসূচি রোজার আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান রুকনুজ্জামান।