মৎস্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি এক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম থানায় এ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাঈদুর রহমান আমাকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে প্রশাসনিক কাজ করার জন্য চাপ দিতেন। কিন্তু আমি তা করতে রাজি হইনি। এজন্য গত মঙ্গলবার দুপুরে তাঁর লোকজন আমার কার্যালয়ে এসে বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান তাঁর কার্যালয়ে ডেকেছেন।’
‘প্রতিউত্তরে হাতের কাজ শেষ করে দেখা করব বললে, ওই লোকজন আমাকে টেনে-হিঁচড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে চেয়ারম্যানের সামনে নিয়ে যান।’
মৎস্য কর্মকর্তা আরো বলেন, ‘চেয়ারম্যান আমার কাছে পরিসংখ্যান বিভাগের গণনাকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যাপারে জানতে চান। নিয়োগ কমিটির সদস্য না থাকায় এ সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে এই কাজ হয় জানানোর পর চেয়ারম্যান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর কথার বাইরে কাজ করলে আমাকে বদলি করাসহ প্রাণনাশের হুমকিও দেন। এতে আমি ভয় ও আতংকে আছি। তাই নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডি করেছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। নিশ্চয় তাঁরা ব্যবস্থা নিবেন।’
এদিকে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।’ তিনি আরো বলেন, ‘মৎস্য কর্মকর্তা নানা অনিয়ম করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে এর আগেও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। আদম শুমারির লোক নিয়োগের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে তাঁর সঙ্গে অশালীন কোনো কথা বলা হয়নি।’