মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে বিএনপিনেতা ইশরাক

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আজ সোমবার তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
হাসপাতালে উপস্থিত হয়ে আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজখবর নেওয়ার পর তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইশরাক হোসেন। সেই সঙ্গে দল, মত ও বর্ণ নির্বিশেষে প্রতিটি খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন মোশাররফ রুবেল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর আবার সেই টিউমার দেখা দেয়। এরপর দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। গত ১৪ মার্চ থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।