মোবাইল ফোনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মিজান (৪০) নামের এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আলী আহাম্মদ (২২) নামের এক যুবক। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ই্উনিয়নের বরাট গ্রামের সিরাজ মেম্বারের ছেলে।
জানা যায়, আজ সকালে মিজানের ছোট ভাইয়ের কাছ থেকে আলী আহাম্মদ কথা বলবে বলে তাঁর মোবাইল ফোনটি নিয়ে যান। সারা দিন চেষ্টা করেও ফোনটি উদ্ধার করতে পারে না মিজান। সন্ধ্যায় আলী আহাম্মদের এলাকার এক নারীকে দিয়ে ফোন করে মিজান জানতে পারে আলী চান্দিনা বাজারে রয়েছেন। মিজান ও তাঁর কয়েকজন আত্মীয়কে নিয়ে চান্দিনা থেকে আলী আহাম্মদকে ধরে নিয়ে একটি মারুতি গাড়িতে করে মাধাইয়ার উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে আলী আহাম্মদ চলন্ত গাড়িতে মিজানকে ছুরিকাঘাত করে গাড়ি থামিয়ে পালিয়ে যান।
পরে অন্যরা মিজানকে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে । আসামি ধরার চেষ্টা চলছে।