মুজিব শতবর্ষে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণের উদ্বোধন

নেত্রকোনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান।
জেলা আনসার ভিডিপির কার্যালয়ের সামনে জেলা কার্যালয়ের আশপাশে পতিত ভূমিতে ও জেলার প্রতিটি গ্রামে বৃক্ষ রোপণের জন্য সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও আনসার ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যরা।
জেলা কমান্ড্যান্ট মো. জিয়াউল হাসান বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নির্দেশনায় বনজ বৃক্ষ রোপণ ও শাকসবজি ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই কর্মসূচি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি লাঘব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যথেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় প্রায় পাঁচ হাজার চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
লক্ষাধিক চারা রোপণের লক্ষমাত্রা নিয়ে আনসার ভিডিপির প্রতিটি সদস্যকে আরও তিনটি করে চারা রোপণের আহ্বান জানান মো. জিয়াউল হাসান।
এ সময় তিনি করোনাকালীন আনসার ভিডিপির বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করার কথা তুলে ধরেন। পরে দেশ এবং আনসার বাহিনীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।