মানিকগঞ্জে ৪০০ দুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা

ব্যক্তিগত উদ্যোগে ৪০০ দুস্থ ব্যক্তিকে খাদ্যসহায়তা ও ওষুধ দিলেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার দুপুরে কার্যালয় প্রাঙ্গণ থেকে সামাজিক দূরত্ব রক্ষা করে এক শতাধিক ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও ওষুধ তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান। তালিকা অনুযায়ী অন্যদের বাড়িতে বাড়িতে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিজন পেয়েছেন পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল ও সাধারণ রোগের কিছু ওষুধ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, করোনার কারণে কর্মহীন মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। কর্মহীন এসব মানুষের কথা ভেবে তিনি তাঁর কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে অনুরোধ করেছিলেন আর্থিক সহযোগিতা করতে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর সবাই কমবেশি সহযোগিতা করেছেন। তাঁদের সবার সহায়তায় পাওয়া দুই লাখ টাকা দিয়ে এই খাদ্যসামগ্রী কেনা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ব্যক্তিদের এই খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।
এর আগে বেতনের টাকায় নিজ গ্রামের ৪২ পরিবারকে খাদ্য সহায়তা এবং ওষুধ দিয়েছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান।