মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মানিকগঞ্জের জাগীর ব্রিজের উপর দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ। ছবি : এনটিভি
মানিকগঞ্জের জাগীর ব্রিজের উপর দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী নদীর উপরে জাগীর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে হাইওয়ে থানা পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালের দিকে দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।