মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ কমিটি

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি মসজিদে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মোট তিনটি কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব কমিটি গঠন করা হয়।
মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ বিকেলে পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পর মোট ৩৭ জনকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়।
আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সব বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চার সদস্যের এই কমিটির নেতৃত্ব দিবেন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। চার সদস্যের এই কমিটিকেও আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। আহতদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সর্বাত্মক চেষ্টা করার জন্য।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি; বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। সবাইকে বলব, আহতদের জন্য দোয়া করবেন।’
এদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।