ভৈরব-কুলিয়ারচরে নতুন ৮ জন করোনায় আক্রান্ত

পুলিশ সদস্য, চিকিৎসক, নার্স, সিকিউরিটি গার্ডসহ কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় আজ নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ১৬ জন আক্রান্ত হলেন। এরমধ্যে ভৈরবে ১০ জন আর কুলিয়ারচরে ৬ জন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এবং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খুসরু এ তথ্য জানিয়েছেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘গত ৩ এপ্রিল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা তিন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও একজন নার্স আক্রান্ত হয়েছেন। এর আগে আরও দুই পুলিশ সদস্য এই রোগে আক্রান্ত হন। এই নিয়ে পাঁচ পুলিশ সদস্য আক্রান্ত হলেন। যাদের মধ্যে আছেন দুইজন কর্মকর্তা এবং তিনজন কনস্টেবল। এ ছাড়া একজন ফার্মাসিস্ট, একজন শিক্ষার্থী এবং একজন একটি বেসরকারি কোম্পানির কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
অন্যদিকে, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু বলেন, ‘কুলিয়ারচরে একজন সরকারি সিকিউরিটি গার্ডসহ তিন ব্যক্তি আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা ৩৮, ৪৭ ও ২৬ বছর বয়সী তিনজন পুরুষ। এই উপজেলা থেকে এর আগে এক নারী ও দুই পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হন।’