ভৈরব-কুলিয়ারচরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরো ১০ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরো ১০ জনের মধ্যে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে ভৈরবে চার স্বাস্থ্যকর্মীসহ ছয়জন এবং কুলিয়ারচরে একজন চিকিৎসকসহ চারজন রয়েছে।
এসব তথ্য জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু।
ডা. বুলবুল জানান, গত ১৯ এপ্রিল ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। কিন্তু ল্যাবের জটিলতায় প্রতিবেদন আসে আজ। সেখানে ছয়জনের পজিটিভ আসে। এর মধ্যে চারজন রয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মী। বাকি দুজন আগের এক রোগীর স্ত্রী ও বোন।
অন্যদিকে ডা. মোহাম্মদ ওমর খসরু জানান, কুলিয়ারচরে চারজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, দুজন আগে শনাক্ত এক ব্যক্তির পরিবারের দুই সদস্য এবং অন্যজন আরেক পরিবারের।