ভৈরব ও কুলিয়ারচরে সামাজিক দূরত্ব না মানায় ২৭ জনকে জরিমানা

সামাজিক দূরত্ব না মানায় কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে ২৭ ব্যক্তিকে ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ও শেখ জাহিদ হাসান প্রিন্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁরা এই জরিমানা আদায় করেন।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা জানান, তিনি বৃহস্পতিবার ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দূরত্ব না মানায় ২২ ব্যক্তিকে আটক করেন। পরে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ও ২৬৯ ধারায় অপরাধী সাব্যস্ত করে ওইসব ব্যক্তির কাছ থেকে ১২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স কুলিয়ারচর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সামাজিক দূরত্ব না মানায় ৫ ব্যক্তিকে আটক করে একই দণ্ডবিধির ২৬৯ ধারায় ১১ হাজার টাকা জরিমানা করেন।