ভৈরবে হাজার কেজি ভেজাল মসলা জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে র্যাব অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেছে। আজ মঙ্গলবার শহরের রানীর বাজার এলাকার একটি মসলা ভাঙানির মিলে অভিযান চালিয়ে এই ভেজাল মসলা জব্দ করা হয়।
এ সময় মিল মালিক আলমগীর মিয়া ও মসলার পাইকার আনোয়ার হোসেনকে আটক করে র্যাব।
র্যাব-১৪ এর উপ-অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা শহরের রানীর বাজারে আলমগীর মিয়ার মসলার মিলে অভিযান চালায়। এ সময় মিলে ধনিয়ার সঙ্গে চালের কুড়া, হলুদের সঙ্গে ডাল, নিম্নমানের মরিচের সঙ্গে সিঁদুরের রঙ ও চালের গুঁড়া মিশিয়ে মসলা বানানো হচ্ছিল। সেখান থেকে ভেজাল মেশানো প্রায় এক হাজার কেজি মসলা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁরা দুজন দোষ স্বীকার করলে তাদের চার লাখ টাকা জরিমানাসহ জব্দকৃত ভেজাল মসলা নষ্ট করা হয়।