ভৈরবে রেলওয়ের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ডেপুটি কমিশনার ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভৈরবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা, রেলওয়ে স্টেশন সড়ক, বঙ্গবন্ধু সরণি, মনামরা ব্রিজ, জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ, মাল গুদাম এলাকার শতাধিক দোকানপাট, মার্কেটের কাঁচাপাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ অভিযানকে রেলওয়ের নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে নজরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে ভৈরবের অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ রেলওয়ে ও থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্যসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।