ভৈরবে মাদক বিক্রেতাকে ২৩ মাসের সাজা

কিশোরগঞ্জের ভৈরবে মাদক ব্যবসার দায়ে ফেরদৌস মিয়া নামের এক ব্যক্তিকে ২৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে মাদক ব্যবসার দায়ে ফেরদৌস মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ২৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফেরদৌস মিয়াকে এই দণ্ডাদেশ দেন। ফেরদৌস মিয়া তাতারকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ফেরদৌস এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁকে গ্রেপ্তারে এরই মধ্যে কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিবার তিনি পালাতে পারলেও বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, পুলিশি অভিযানে গ্রেপ্তারের পর ফেরদৌসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ১১ মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।