ভৈরবে মাদক ও জুয়া খেলার অপরাধে ১১ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে আটক ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা এ আদেশ দেন।
আজ মঙ্গলবার র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গতকাল সোমবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরের চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে এবং ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুসলিম মোড় এলাকায় অভিযান চালিয়ে ভৈরবপুর এলাকার দুলাল মিয়া (৩৬), একই এলাকার আক্কাছ মিয়া (৭০), হানিফ (৩২), কালিপুর গ্রামের সুমন মিয়া (৩৫), চন্ডিবের এলাকার স্বাধীন মিয়া (৫৯), কমলপুর এলাকার স্বপনকে (৩৫) মাদক সেবনের অপরাধে আটক করে র্যাব। পরে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, একই অভিযানে জুয়া খেলার অপরাধে কমলপুর এলাকার সাজিত মিয়া, একই এলাকার আলাল মিয়া, ফারুক মিয়া (৫৫), ইব্রাহিম মিয়া (৬০) এবং উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকার আলকাছ মিয়াকে (৫০) আটক করে। পরে তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার ১৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয় ।