ভৈরবে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৮৯৬ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় রুহুল আমিন (৪০) নামের এক চালককে আটক করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকা থেকে রুহুল আমিনকে আটক করা হয়।
আটক রুহুল আমিন ঢাকার খিলগাঁও এলাকার ৮ নম্বর রোডের ১৩১ নম্বর বাসার বাসিন্দা।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল আজ সকালে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা প্রাইভেইকার চালক রুহুল আমিনকে আটক করেন। পরে তাঁর গাড়ি তল্লাশি করে ৮৯৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারে মাদক পাচারের কথা স্বীকার করেন চালক রুহুল আমিন। এর আগে একাধিকবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি মাদক পাচার করেছেন বলেও জানান। আজও এই গাড়িতে করে ৩০ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলগুলো মাধবপুর এলাকা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
আটক রুহুল আমিনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ভৈরব থানায় হস্তান্তর করেছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।