ভৈরবে ‘পুলিশের সোর্সের’ লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কাসেম (৫৪) নামের পুলিশের এক কথিত সোর্সের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রেলস্টেশনসংলগ্ন কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাসেম উপজেলার আমলাপাড়া এলাকার মৃত নজব আলীর ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এতে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কীভাবে মৃত্যু হয়েছে, তা বলা যাচ্ছে না।
কাসেমের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেন, গতকাল বুধবার রাতে রহিমা ওরফে রহি নামের এক নারী তাঁর স্বামীকে ফোন করে নিজ বাড়িতে ডেকে নেন। শাহানার দাবি, মাদক বিক্রেতারা তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করেছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি।
কাসেমের বন্ধু ও সহযোগী সানু মিয়া জানান, কাসেম বিবাহিত হলেও এলাকার রহিমা নামের এক নারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায়ই তিনি ওই নারীর ঘরে রাতযাপন করতেন। ওই নারীর ঘরের কাছ থেকেই কাসেমের লাশ উদ্ধার করায় সানু মিয়ার ধারণা, হয়তো গত রাতে ওই নারীর ঘরেই ছিলেন কাসেম। তিনি এর তদন্ত দাবি করেন।
এ বিষয়ে জানতে রহিমার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা উম্মে কুলসুম বেগম জানান, গতকাল দুপুরে পুকুরপাড় এলাকায় কাসেমকে দেখেছিলেন তিনি। এরপর আর কাসেমকে দেখা যায়নি।
স্থানীয় পৌর কাউন্সিলর রাজু আহমেদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক লোকের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাসেমের লাশ পড়ে থাকতে দেখেন। মাটিতে লাশ টেনে নেওয়ার দাগ দেখিয়ে তিনি জানান, কাসেমের মৃত্যুর পর কেউ লাশটি এখানে ফেলে রেখে যেতে পারে।