ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় ৩১ জনকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৩১ ব্যবসায়ীকে ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভৈরব বাজারের মোবাইল বাজার, কাপড়পট্টি, চকবাজার, লোহাপট্টিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য অপ্রয়োজনীয় দোকানপাট খোলা না রাখার নির্দেশনা রয়েছে। তারা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লুবনা ফারজানা জানান, ভৈরব বাজারে লকডাউন অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় ৩১ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।