ভৈরবে নতুন করে সাতজনসহ হোম কোয়ারেন্টিনে ৩৩

কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর এলাকার আইসোলেশন সেন্টার ট্রমা হাসপাতাল। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনসহ হোম কোয়ারেন্টিনে আছেন ৩৩ জন। কোয়ারেন্টিনকালে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকায় ১৬ জনকে স্বাভাবিক জীবনযাপনের অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।
হোম কোয়ারেন্টিনে থাকা ৩৩ জনের মধ্যে নিজ নিজ বাড়িতে আছেন ৩২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন একজন। ওই এক ব্যক্তিকে রাখা হয়েছে শহরের কমলপুর এলাকার ট্রমা হাসপাতালের আইসোলেশন সেন্টারে।
আজ শনিবার সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনা রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। সতর্কতার কোনো বিকল্প নেই। তাই বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না। বারবার হাত ধোয়ার অভ্যাস করুন। মুখে মাস্ক ব্যবহার করুন।’