ভৈরবে তিন হাজার পরিবারে পৌরসভার ত্রাণ

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার উদ্যোগে তিন হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন মেয়র, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি করে আলু ও দুই কেজি করে ডাল। পৌরসভার ১২টি ওয়ার্ডের বাছাইকৃত ২৫০টি করে পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নগর উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান, কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, মো. মতি মিয়া, আরেফিন জালাল রাজীব সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র বলেন, ‘এই করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বস্তিকর। ধনী-গরিব, মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত সবাই এই মহামারির কারণে বিপর্যস্ত। এর মধ্যে নিম্ন আয়ের কর্মহীন মানুষ পড়েছে মহাবিপদে। তাদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে সরকারের পাশাপাশি। তবে আপনাদের আশ্বস্ত করছি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের এই দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না। তালিকা চলমান আছে। যাদের ত্রাণ বা সহায়তা প্রয়োজন হবে, তারা ঘরে বসেই সেটি পাবেন। অনুরোধ, দয়া করে কেউ ঘরের বাইরে বের হবেন না। নিজেকে এবং নিজের প্রিয়জনকে মৃত্যুর ঝুঁকিতে ফেলবেন না।’
এ সময় মেয়র তাঁর বক্তব্যে আরো বলেন, ‘আপনাদের কাছে আরো একটি কথা, যদি এমন কেউ থাকেন, যারা আগে সচ্ছল ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমস্যায় পড়ে গেছেন। আপনারা গোপনে আমার সঙ্গে অথবা আপনার নিজ নিজ এলাকার পৌর কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। পরিচয় গোপন রেখেই আপনার ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।’