ভৈরবে ট্রাক-ফেনসিডিল জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৪৭৮ বোতল ফেনসিডিল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার যাত্রাবাড়ী কলেজপাড়া এলাকার রনি মিয়া (৩৭) ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বড়ছয় গ্রামের মিজান সরদার (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল দুর্জয় মোড় থেকে ঢাকাগামী একটি ট্রাক জব্দ করে। এ সময় ট্রাক থেকে রনি মিয়া ও মিজান সরদার নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্য অনুযায়ী ট্রাকে লুকিয়ে রাখা ৪৭৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।