ভৈরবে ‘ছিনতাইকারী’র ছুরিকাঘাতে কয়লাশ্রমিক নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এহসানুল হক (২২) নামের এক কয়লাশ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল হক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে। ১২ দিন আগে কাজের সন্ধানে ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকার কয়লার ঘাটে শ্রমিকের কাজ নিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী এহসানুলের চাচা আজিজুল হক বলেন, ‘আমি আর আমার ভাতিজা এহসানুল হক ১২ দিন আগে বাড়ি থেকে কাজের জন্য ভৈরব আসি। কয়েকদিন কয়লাশ্রমিক হিসেবে ভৈরব ফেরিঘাটে কাজ করি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমরা দুজন বাড়ি যাওয়ার জন্য ফেরিঘাট থেকে বাসস্ট্যান্ড আসি। এ সময় এহসানুল একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যাওয়ার সময় দুজন লোক কোনো কথা না বলেই তাঁকে রাস্তায় আটকে করে মারধর করতে থাকে এবং পকেট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।
ঘটনাটি দেখে আমি বাধা দিলে ছিনতাইকারীরা এহসানুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় এহসানুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি দেখার পরও রাস্তার লোকজন এগিয়ে আসেনি। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে কারা তাঁকে হত্যা করল, তা তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। মামলার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।