ভৈরবে চিকিৎসক-নার্স-পুলিশসহ নতুন করে করোনায় আক্রান্ত ২০ জন

কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরো ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত শনিবার পাঠানো ৩৪ জনের নমুনায় এ ২০ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তাঁদের মধ্যে চারজন পুলিশ সদস্য, ছয়জন চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ১০ জন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
ডা. বুলবুল আহমেদ আরো জানান, এ পর্যন্ত ভৈরব থেকে ৯৮ জন সন্দেহভাজনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩৫ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। সবচেয়ে বেশি ১৯ জন শনাক্ত হয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। এরপর আছেন পুলিশ সদস্যরা, ৯ জন। আর বাকি সাতজনের মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, তাঁর গাড়ির চালক, ফার্মাসিস্ট, শিক্ষার্থীসহ অন্যান্য।