ভৈরবে চাকু-ক্ষুরসহ দুই ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ধারালো চাকু ও ক্ষুরসহ জুয়েল মিয়া (২০) ও সুব্রত চন্দ্র বর্মণ (২১) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা ছিনতাইকারী বলে র্যাব দাবি করেছে।
গ্রেপ্তার হওয়া জুয়েল ও সুব্রত শহরের দক্ষিণ চণ্ডীবের এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করে। ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানিয়েছেন।

র্যাব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর ওপর নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে অভিযান চালিয়ে জুয়েল ও সুব্রতকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ধারালো চাকু ও একটি ধারালো ক্ষুর এবং দুটি ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করে।