ভৈরবে কওমি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। এ সময় বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাহে রমজান উপলক্ষে কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য, ছাত্র সংখ্যার ভিত্তিতে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করে ৪০টি মাদ্রাসার জন্য পাঁচ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক পাঠানো হয়েছে ভৈরব উপজেলায়। যা আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হলো।