বিল দখল করে মাছ চাষ, জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়া ইউনিয়নে বিল দখল করে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : এনটিভি
ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নে সরকারি গজারিয়া বিল দখল করে মাছ চাষ করা হচ্ছে। এতে ওই এলাকার চারটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সমাজসেবক রফিক মণ্ডল প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, কিছু অসাধু সরকারি কর্মকর্তার যোগসাজসে গজারিয়া বিলের ৩৮ একর খাস জমি দখল করে প্রভাবশালী ওমর আলী বেপারি ও তাঁর পরিবারের সদস্যরা। সেখানে পুকুর খনন করে মাছ চাষ করছেন তাঁরা। ফলে চরহরিপুর, আলালপুর, বাজিতপুর, বড়বিলার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে ওই চার গ্রামের মানুষ চরম কষ্টের মধ্যে জীবন যাপন করছে।