‘বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাচুড়িয়া খাল খনন করা হবে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে গোপালগঞ্জ শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার নৌপথটি সংরক্ষণ করা হবে। আর এজন্য পাচুড়িয়া খালটির খনন কাজ শিগগিরই শুরু হবে।’
আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ শহরের স্পিডবোটে পাচুড়িয়া খালটি পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মার্চ মাস থেকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। বঙ্গবন্ধু গোপালগঞ্জ থেকে নৌকায় করে বাড়ি যেতেন। আবার বাড়ি থেকে নৌকায় গোপালগঞ্জ যেতেন। বিভিন্ন সময় উনি যখন হাজতে থাকতেন, জামিনে ছাড়া পাওয়ার পর আদালতে যখন হাজিরা দিতে যেতেন তখন নৌকায় যাতায়াত করতেন। এই পাচুড়িয়া খাল দিয়েই বঙ্গবন্ধু যেতেন। এবার তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই খালকে সংরক্ষণের জন্য খনন করতে চাচ্ছি। তাছাড়া এই পাচুড়িয়া খাল খনন এই এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল। আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের এ নৌপথ খনন কাজ শুরু করা হবে।’
খনন শেষে খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন।