পিকআপ থেকে মিলল ২৯৮০০ ইয়াবা, আটক ২

২৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ কামরুল (৩৬) ও মাসুদ (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করেন র্যাব সদস্যরা।
আজ সোমবার দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি টিম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় রোববার মধ্যরাতে অভিযান চালায়। অভিযানে আগের তথ্য অনুযায়ী একটি পিকআপভ্যানকে আটক করা হয়।

পিকআপভ্যানে থাকা কামরুল ও মাসুদকে আটক করলে তাদের নিজ হেফাজতে রাখা ২৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির পাঁচ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে।