নারায়ণগঞ্জ ট্র্যাজেডি দিবস আজ

আজ ১৬ জুন নারায়ণগঞ্জ ট্র্যাজেডি দিবস। ২০০১ সালের এই দিনে রাত সোয়া ৮টার দিকে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণে নারীসহ ২০ নেতাকর্মী নিহত হন। আহত হন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক মানুষ। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও নিহতদের পরিবার বিভিন্ন কর্মসূচি পালন করছে।
২০০১ সালের এই দিনে নিয়মিত রুটিন অনুযায়ী সংসদ সদস্য শামীম ওসমানের সাধারণ নাগরিকদের সঙ্গে সাক্ষাতের সময় চলছিল। তিনি একপর্যায়ে চেয়ার ছেড়ে উঠে ভেতরের ঘরে গেলে বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে অফিসের দেয়াল ভেঙে তছনছ হয়ে যায়। উড়ে যায় টিনের চাল। আর নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি সাঈদুর রহমান বাপ্পী, ছাত্রলীগ নেতা আক্তার ও তাঁর ভাই মশু, সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম বাচ্চু, যুবলীগ কর্মী ভাষানী ও কবি এনায়েতুর রহমান স্বপন উল্লেখযোগ্য।
আহত হন সাংসদ শামীম ওসমান, তাঁর ব্যক্তিগত সচিব চন্দন শীল, যুবলীগ নেতা রতনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাঁদের মধ্যে দুই পা হারিয়ে চন্দন শীল ও রতন পঙ্গু হয়ে যান।
আজ মঙ্গলবার সকালে নিহতদের স্মরণে চাষাঢ়া শহীদ মিনারসংলগ্ন স্মৃতিসৌধে আওয়ামী লীগ ও নিহতদের পরিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ ছাড়া মিলাদ, দোয়া এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।