নারায়ণগঞ্জে সদর উপজেলা প্রশাসনের সেহরি সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে সেহরি সামগ্রী বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাসমান দুস্থ মানুষের মধ্যে সেহরি সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার নেতৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলার শিবু মার্কেট, ফতুল্লা রেলস্টেশন, ফতুল্লা লঞ্চঘাট, পঞ্চবটি এবং চাষাড়া রেলস্টেশন এলাকায় এসব সেহরি সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুর রহমান ও সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পুরো রমজান মাসেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।’