নারায়ণগঞ্জে বেতন না পেয়ে পোশাকশ্রমিকদের ক্ষোভ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের অনেকেই এখনো মার্চ মাসের বেতন পায়নি। অনেক গার্মেন্টস কারখানার মালিক বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে। যে কারণে সাধারণ শ্রমিকের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফতুল্লার মল্লিকা অ্যাপারেলসের শ্রমিকদের দাবি, বৃহস্পতিবার সকালে গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানায় ডেকে নিয়ে যায়। এরপর তাদের আইডি কার্ড রেখে বেতন না দিয়ে চলে যেতে বলে। মার্চ মাসের বেতন আগামী ২০ তারিখে দেওয়া হবে বলে জানিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, তারা নারায়ণগঞ্জে অবস্থান করলেও তারা স্থানীয় বাসিন্দা নয়। তাই তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। ঘরে খাবার নেই। তাই এই মুহূর্তে টাকার খুবই প্রয়োজন।
এদিকে খাদ্যসামগ্রীর দাবিতে নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা ও সদর উপজলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। তাদের দাবি, সরকারি ছুটি ঘোষণার পর থেকে কাজে যেতে পারছে না। তাদের ঘরে খাবার নেই। সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী পায়নি। যে কারণে বাধ্য হয়ে খাদ্যসামগ্রীর জন্য রাস্তায় নেমেছে তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক তাদের বলেন, যারা ত্রাণসামগ্রী পায়নি তাদের তালিকা প্রস্তুুত করে উপজেলা প্রশাসনের কাছে দিলে ত্রাণের ব্যবস্থা করা হবে। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা ফিরে যায়।