নারায়ণগঞ্জে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস করোনায় বেকার হয়ে যাওয়া পাঁচ শতাধিক লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস করোনায় বেকার হয়ে যাওয়া পাঁচ শতাধিক লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল রোববার সকালে ত্রাণ হিসেবে দেওয়া হয় চাল, আটা, তেল, ডাল, লবণ ও আলু।
অপরদিকে রূপগঞ্জ আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আনসার আলী জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে পাঁচ লাখ এবং পুলিশ সুপারের ত্রাণ তহবিলে তিন লাখ টাকা দিয়েছে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই টাকার চেক হস্তান্তর করা হয় সংশ্লিষ্টদের হাতে।