নারায়ণগঞ্জে ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় বাবা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তোলারাম কলেজ মোড়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের আলতাফ হোসেন ও তাঁর মেয়ে বেলী (১৪)।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, বাবা ও মেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন। অটোটি তোলারাম কলেজের রাস্তা থেকে মোড় ঘুরে মেইন সড়কে উঠার সময় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন।
এসআই আরও জানান, বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।