নারায়ণগঞ্জে জ্বর সর্দিতে গিটারবাদকের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকায় জ্বর, সর্দি ও কাশিতে খায়রুল আলম হিরু নামের এক গিটারবাদকের (গিটারিস্ট) মৃত্যু হয়েছে। তাঁর লাশের ছবি ফেসবুকে ভাইরাল হলে তা দাফনের জন্য নিয়ে গেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা সন্দেহে দাফনের জন্য লোক পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, গিটারবাদক খায়রুলের লাশের ছবি ফেসবুকে ভাইরাল হলে আজ মঙ্গলবার বেলা ১১টায় সিটি করপোরেশনের তত্ত্বাবধানে তাঁর লাশ নেওয়া হয়।
এর আগে ১০ দিন করোনার উপসর্গ ঠাণ্ডা, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলে কোথাও চিকিৎসা নিতে পারেনি ওই যুবক। পরিবারের সদস্যদের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও কোথাও ভর্তি নেয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা আলী শেখ জানিয়েছেন, মারা যাওয়া হিরুর বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।