নারায়ণগঞ্জে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে আরো ৪২ জন। জেলায় মোট আক্রান্ত পাঁচ হাজার ২১ জন। আর সুস্থ হয়েছে দুই হাজার ৪৭১ জন।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত তিনজনের মধ্যে এক নারীসহ দুজনই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরজন ২৬ বছর বয়সী তরুণী। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তারা বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।