নারায়ণগঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ আজ রোববার সকালে এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়, নারায়ণগঞ্জে এ পর্যন্ত তিন হাজার ৩৩২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৬৩২ জন, সদর উপজেলায় ২৯৯, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজার উপজেলায় ২৮, সোনারগাঁয় ৩২ ও রূপগঞ্জ উপজেলায় ১৩ জন রয়েছেন।
এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় মৃতের সংখ্যা ৩৪ জন, সদরে ১০, বন্দরে একজন, রূপগঞ্জে একজন ও সোনারগাঁয় দুজন।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত ৪৭ জন সুস্থ হয়েছে বলেও জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।