নারায়ণগঞ্জে করোনায় আরো দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে করোনায় আজ আরো দুজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ জন। জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৪ জন। আজ রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদরের রূপগঞ্জ ইউনিয়নের একটি অংশে ১৫ দিনের লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে। তবে এ এলাকায় লকডাউন সচেতন মানুষের সংখ্যা খুবই কম। বাধ্যতামূলক হলেও বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছে না। এমনকি সামাজিক দূরত্বও মানা হচ্ছে না কোথাও।